বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ ৯৩ বছর বয়সে মারা গেছেন। তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিনি ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং আরেক ইসরাইলি নেতা আইজ্যাক রবিনের সাথে যৌথভাবে এ পুরস্কান পান তিনি। পেরেজ একসময় ফিলিস্তিনিদের ইসরায়েলের ‘ঘণিষ্ঠ প্রতিবেশী’হিসেবে উল্লেখ করতেন এবং একে অপরের ‘সবচেয়ে ঘণিষ্ঠ বন্ধু’বলেও মন্তব্য করেছিলেন তিনি। তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করেছেন।