শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমন্বিত তারিখ ঘোষণা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমন্বিত তারিখ ঘোষণা

univer.

আমার সুরমা ডটকম ডেক্স : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য সমন্বিত তারিখ ঘোষণা করা হয়েছে।রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের ২৪৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা অবদমন করার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের বেতনস্কেল ও মর্যাদাসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত উপাচার্যরা নতুন বেতন কাঠামোয় শিক্ষকদের বেতন কাঠামো যাতে সমুন্নত থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপ কামনা করেন। সভায় ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ন্যায় বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামো একই রকম হওয়া বাঞ্ছনীয় বলে মত প্রকাশ করা হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৪ ও ৫ ডিসেম্বর,  ঢাকা বিশ্ববিদ্যালয় ৯, ১০, ১৬, ১৭, ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯ থেকে ১২ নভেম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ থেকে ৯ নভেম্বর, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৫ থেকে ১৯ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৯-১২ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয় ২৭ ও ২৮ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৪,৫ ও ৬ ডিসেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয় ১১ ও ১২ ডিসেম্বর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) -১০ বা ১৭ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ নভেম্বর ,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ২০ অথবা ২৭ নভেম্বর।

কৃষি বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৪ নভেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ৫ ডিসেম্বর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১৮ ডিসেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৮ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৭ নভেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪ নভেম্বর,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৭ ও ২৮ নভেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ও ১৪ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান, জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জবি উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বুয়েট উপাচার্য খালেদা ইকরামসহ ২৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com