রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্ত করছে এফবিআই। নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে হিলারির ইমেইল তদন্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেট দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, হিলারির ইমেইল তদন্তের বিষয়ে এফবিআই প্রধান জেমস কমি যা করছেন তাতে তিনি আইন লঙ্ঘন করছেন। মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতারা বলেছেন, হিলারি ক্লিনটনের ই-মেইল পুণরায় তদন্ত এবং তার ফলাফল প্রকাশ করে আইন বর্হিভূূত কাজ করছে এফবিআই। তাদের এমন কাজে হিলারির নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। জনমনে হিলারিকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। শুধু তাই নয় নতুন করে ই-মেইল বিতর্কের জের ধরে হিলারির জনপ্রিয়তায় ধস নেমেছে। এর আগের জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। অথচ জনমত জরিপে সেই ব্যবধান কমিয়ে হিলারির কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। এখন দুজনের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ইমেইল বিতর্কের কারণে আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর মধ্যেই হিলারির জনপ্রিয়তা কিছুটা কমে গেছে।
ডেমোক্রেট নেতা হ্যারি রেইড বলেছেন, এফবিআই প্রধান জেমস কমি আইন লঙ্ঘন করছেন। এর ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগেই হিলারির ই-মেইল পুনরায় তদন্তের ঘোষণা দেয় এফবিআই। তাদের এমন ঘোষণায় মোটেও বিচলিত নন বলে জানিয়েছেন হিলারি। তার মতে, নতুন তদন্তের আগের ফলাফলের কোনো পরিবর্তন হবে না। এছাড়া নতুন তদন্তের ফলাফল জনগণের সামনে প্রকাশ করারও আহ্বান জানান হিলারি।