শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছেই। টানা সাত সপ্তাহ ধরে দাম পড়ার পর শুক্রবার স্বর্ণের দাম গত সাড়ে ৫ বছরের মধ্যে সবনিম্নে নেমে আসে। অন্যদিকে গত এক সপ্তাহ সময়ের মধ্যে স্বর্ণের দাম যতটা কমেছে তা গত ১৫ বছরের মধ্যে রেকর্ড। সর্বশেষ ১৯৯৯ সালে এক সপ্তাহে স্বর্ণের দাম কমার এমন রেকর্ড ছিল। ক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সহসাই সুদের হার বাড়াতে পারে-এমন তথ্যের ভিত্তিতে মূল্যবাণ এ ধাতুটির দাম কমছে।
শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১০৮৯ মার্কিন ডলার। জুলাই থেকেই পণ্যটির দাম ১১০০ ডলারের নিচেই অবস্থান করছে। গত ২৪ জুলাই স্বর্ণের দাম নেমে এসেছিল ১০৭৭ ডলারে। ২০১০ সালের ফেব্রুয়ারির পর এটাই ছিল সবচেয়ে কম দাম। গত এক সপ্তাহে স্বর্ণের দাম যতটা কমেছে তা শুধু ১৯৯৯ সালের মে-জুন সময়কালের সাথেই তুলনীয়। প্রতি আউন্স স্বর্ণের দাম ২০১০ সালের মত আবার ১০৪৪ ডলারে নেমে আসতে পারে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সূত্র: রয়টার্স