রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে তৌহিদী জনতার আয়োজনে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রামের রাস্তায় ঘণ্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও আস্তমা বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওছার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাগলা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম কামরূপদলং এমদাদুল ঊলুম মাদরাসার শিক্ষক আব্দুল কাদির, আস্তমা বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ, আস্তমা বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈন উদ্দিন, আস্তমা মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী হোসেন, আস্তমা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন, মুজিবুল হক, মসহুদ মিয়া, ফয়াজ আলী, আব্দুস সালাম, গ্রামের মুরব্বী সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রাজা মিয়া, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী আব্দুল হাই আজাদ সেলিম, শওকতুল ইসলাম, মাওলানা আফজাল হোসেন, মাওলানা ছাদিক মিয়া, গউছ উদ্দিন, মাসুক মিয়া প্রমূখ।