বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: হবিগঞ্জ জেলা পরিষদের ১৪টি সাধারণ ও ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্য পদে অধিকাংশ আওয়ামীলীগের প্রার্থী জয়ী হয়েছেন। আদালতের নির্দেশে ১২নং নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর সাথে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এ পদে ভোটগ্রহণ হয়নি।
বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত সাধারণ সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ডে নাজমুল হাসান, ২নং ওয়ার্ডে মনির হোসেন খান, ৩নং ওয়ার্ডে আশিক মিয়া, ৪নং ওয়ার্ডে আব্দুল মালিক, ৫নং ওয়ার্ডে আব্দুল মতিন, ৬নং ওয়ার্ডে সুলতান মাহমুদ, ৭নং ওয়ার্ডে আলাউর রহমান সাহেদ, ৮নং ওয়ার্ডে নূরুল আমিন ওসমান, ৯নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ১০নং ওয়ার্ডে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ১১নং ওয়ার্ডে মোর্শেদ কামাল, ১৪নং ওয়ার্ডে সৈয়দ শামীম, ১৫নং ওয়ার্ডে মহিউদ্দিন কামাল।
জেলা পরিষদের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। গত বুধবার রাতে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত জেলা নির্বাচন অফিসে এসে পৌছলে জেলা রির্টানিং কমকতা ও জেলা প্রশাসক সাবিনা আলম ভোটগ্রহণ স্থগিত করেন। ১৩নং ওয়ার্ডে মামুনুর রশিদ ও ফরিদ আহমেদ তালুকদার ২৫টি করে ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ীরা হচ্ছেন রওশন আরা আক্তার ভূইয়া লাকী (সংরক্ষিত-১), শিরিন আক্তার (সংরক্ষিত-২), আলেয়া বেগম (সংরক্ষিত-৩), সালেহা বেগম (সংরক্ষিত-৪) ও ফাতেমাতুজ্জহুরা রীনা (সংরক্ষিত-৫)।