বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: ‘থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না বিয়ে বাল্যকালে; থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে র্যালি ও আলোচনাসভা সোমবার সাড়ে ১২টায় ইউনিয়নের লক্ষ্মীপুর টিডি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ ও যৌন হয়রানীকে লালকার্ড দেখিয়েছেন অত্র মাদরাসার শিক্ষার্থীবৃন্দ। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানিজিং কমিটির সভাপতি নবী হোসেন। সহকারি শিক্ষক আলমগীর কবির চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, শপথবাক্য পাঠ করান সহকারি শিক্ষক আব্দুর রশিদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, আব্দুল মোহাইমিন শিপন, শিক্ষক আলী হায়দার, আইয়ুব আলী, আল মামুন, গোলাম রব্বানী, মজিবুর খান, আফজল নূর, সুচনা আক্তার, নাজমা বেগম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর প্রমুখ।