বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বতর্মান সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশ বাঙ্গালীদের দেশ। বাঙালি জাতি অদম্য জাতি। বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবেনা। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দুইবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। এই দেশ যত উন্নত হবে, সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা ইউনাইটেড সংস্থা ইউকের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ। আমরা মনেপ্রাণে বাঙালী। যারা বাংলাদেশে থাকেন আর সেই পাকিস্তানীদের মত আচরণ করেন, তারা এদেশে থাকার কোন অধিকার নেই। বাংলাদেশ বাঙালীদের দেশ। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা বোমাবাজি, জঙ্গিবাদি করে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এদের বিরুদ্ধে সবাইকে স্বোচ্ছার হতে হবে।
লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল খালিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য আফজাল হোসেনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, পশ্চিমবীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সহ-সভাপতি জুবেল আহমদ, যুবলীগ নেতা মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, জিএম সাজ্জাদুর রহমান, জাতীয়পার্টি নেতা আমিরুল হক বেগ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সোহেল প্রমুখ।
অপরদিকে মন্ত্রী বিকেল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ বাজারে ইউনিক ডায়গনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বার্স উদ্বোধন করেন। ইউনিক ডায়গনস্টিক এন্ড ডক্টর চেম্বার্সের পরিচালক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জিয়াউর রহমান দিলোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মফিজুল হক, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাবনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক বাদশা মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার প্রমুখ।