শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নূরুল হুদা মুকটকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামিম। উপজেলা যুবলীগের আহ্বায়ক সবুজ কান্তি দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্জ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র আলহাজ্জ আয়ূব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক হাজী এম নবী হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা চপল, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামীলীগ নেতা ফারুক আহম্মেদ, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, মনসুর আলম, জসিম উদ্দিন তালুকদার, শামীম আহম্মদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনফর আলী টুকু প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা জানান এবং সভায় বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।