বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার নতুন কমিটি গঠনের উপলক্ষ্যে রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বছির, ইউরোপ জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলনা মুশতাক আহমদ গাজীনগর প্রমুখ।
পরে ২০১৭-১৯ সালের দুই বছরের জন্য মাওলানা নাজিম উদ্দিনকে সভাপতি, মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইলিয়াস আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।