নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দিরাই-শাল্লা উপ-নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। গত ৫ ফেব্রুয়ারি এই আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।