শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে নারীদের স্বাবলম্ভী হিসেবে গড়ে তোলার লক্ষে ভাটিবাংলা মহিলা সমবায় সমিতির উদ্যোগে মাসব্যাপি হস্ত শিল্প প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌর সদরস্থ সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।
সংগঠনের সভানেত্রী নার্গিস সুলতানা বুবলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী রানী চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, ইউপি সচিব শুভ দাস, প্রশিক্ষক শাকিরা আক্তার চৌধুরী, মিনতি রানী দাস, সাবিরা চৌধুরী, ইমু চৌধুরী, আয়শা আক্তার, শাহিদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, গ্রাম পর্যায়ে নারীদেরকে স্ববালম্ভী হিসেবে গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আজ নারীরা বিশেষ অবদান রাখছে। আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে নারীদের আত্মকর্মশীল হিসেবে প্রতিষ্ঠার জন্য এ কর্মশালা অত্যন্ত যোগোপযোগী।
সংগঠনের সভানেত্রী নার্গিস সুলতানা বুবলি জানান, তিনটি বিষয়ের উপর ৩৬ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি একটি চলমান কার্যক্রম, পর্যায়ক্রমে তা আরও বৃদ্ধি পাবে।