সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ২০১৯-২০ অর্থ বছরের নির্বাচনী এলাকা ভিত্তিক কাবিটা ও টিআর প্রকল্পের অধীনে এসব সোলার প্যানেল বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন, এলজিইিডির উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। ১৯৫ জন উপভোগীর মধ্যে প্রথম দিনে ২০ জন উপকারভোগীর মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।