শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ফসল কাটার একেবারে শেষ মুহূর্তে এসে ভেঙে গেছে সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরের আহসানপুরের বাঁধ। এতে করে তলিয়ে যাচ্ছে কৃষকের পাকা, কাটা ও মাড়াইকরা ধান, ডুবছে খড়ও। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই হাওরটি তলিয়ে যায়। সকালে হাওরের বেশির ভাগ অংশে পানি চলে আসে। এই হাওরে জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার কৃষদের জমি রয়েছে।
হাওরপাড়ের কৃষকরা জানিয়েছেন, ৬০-৭০ ভাগ জমির ধান কাটা শেষ হলেও বেশিরভাগ কাটা ও মাড়াই করা ধান ক্ষেতেই রয়ে গেছে। এখন ক্ষেত থেকে কাটা ও মাড়াই করা ধান আনতে আনতেই ভেসে যাচ্ছে হাওর। আর জমিতে থাকা পাকা ধান কাটার চিন্তা ছেড়েই দিয়েছেন বেশিরভাগ কৃষক।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘যে দিক দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকেছে, সেখানে আমাদের ৯৯ শতাংশ ধান কাটা শেষ। তবে এখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে ৫০০ একর জায়গার ধান কাটা বাকি আছে, ভয়ের কিছু নেই। আমাদের ২৫টি হারভেস্টার মেশিন কাজ করছে, আমরা ধানগুলো পানি আসার আগেই কেটে ফেলতে পারবো’।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক জানান, সোমবার রাত ১০টার দিকে বাঁধ ভেঙে হালির হাওরে পানি প্রবেশ শুরু করে, তবে চেষ্টা করা হচ্ছে ভাঙন ঠেকানোর।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব দাবি করেন, হালির হাওরে পাঁচ হাজার ২শত হেক্টর জমি আছে, এরমধ্যে চার হাজার ৭শত হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি ঢুকতে ঢুকতে বাকি ৫শত হেক্টর ধানের মধ্যে কিছু ধান কেটে আনতে পারবেন কৃষকরা।