বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সিলেট ও চট্টগামের বাজারে চাল নেই-এই অজুহাতে সুনামগঞ্জের দিরাইয়ের চাল ব্যবসায়িরা দাম বাড়িয়ে দিয়েছে। হাওরে পানি প্রবেশের সুযোগে এসব ব্যবসায়িরা সিণ্ডিকেট করে চালের গত এক সপ্তাহে ৩ থেকে ৫শত টাকা প্রতি বস্তায় বাড়িয়ে দিয়েছে। ফলে বাজারে হু হু করে বাড়ছে চালের দাম। তবে এভাবে চালের দাম বাড়ার পরও স্থানীয় প্রশাসনের কোন ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দিরাই বাজারের বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহের অব্যাহত বৃষ্টির কারণে উপজেলার সবকটি হাওর ঝুঁকিতে থাকায় ও কয়েকটি হাওর পানিতে ডুবে যাওয়ায় চালের বাজারে দাম বেড়ে চলেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তাতে ২/৩শত টাকা বেড়েছে বলে বাজারে গিয়ে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ বাজার থেকে চাল উধাও হওয়ার কারণে চালের দাম বেড়ে যাওয়ায় আমাদেরকে সংকটে পড়তে হচ্ছে। জানা যায়, চিকন সিদ্ধ চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকা, আর মোটা চাল ১ হাজার ৯শত টাকা। গত সপ্তাহে এটির দাম ছিল চিকন ২ হাজার টাকা ও মোটা ১ হাজার ৭শত টাকা। ২৮ আতব চাল বিক্রি হচ্ছে ২ হাজার ৭শত টাকা ও ২৯ চাল ২ হাজার ৩শত টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৮ চাল ২ হাজার ৪শত টাকা ও ২৯ চাল ২ হাজার ২শত টাকা। তবে দোকান ভেদে এর দামে তারতম্য আছে বলেও সরেজমিন দেখা যায়। ব্যবসায়িরা আরো জানান, দিরাইয়ের বাজারসহ সিলেট এমনকি চট্টগ্রামের বাজারেও হঠাৎ চালের দাম বড়ে গেছে। তাছাড়া আটা বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ১শত থেকে ২শত টাকা করে। এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিতে বার বার মোবাইলে কল দেয়ার পরও তিনি রিসিভ করেন নি।