শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আলা উদ্দীন খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, আমিনুর রশিদ আমিন, শফিকুল ইসলাম, নূরুল হক, নুর কালাম, আক্তার হোসেন, মনির উদ্দিন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, আনসার ভিডিবি অফিসার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার ছমির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পিয়ার আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি চৌধুরী রিন্টু, একটি বাড়ী একটি খামার অফিসার নীতিশ চন্দ্র বর্মণ, উপজেলা খাদ্য অফিসার রুমানা আফরোজ, উপজেলা সমবায় অফিসার একেএম জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা অকালে তলিয়ে যাওয়া সোনালী ফসল যাদের কারণে তলিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিকল্প হিসাবে উপজেলার কৃষকদের নিকট থেকে স্থানীয় সমাধানের পন্থা উদ্ভাবণের জন্য শীঘ্রই কৃষক সমাবেশ করার আশ^াস প্রদান করা হয়।