শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: খাসীয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭নং ইউনিয়নের একটি বিউটিফুল গ্রামের নাম “নয়াগাঁও”। ধলিবিল দক্ষিণ, হালাবাদী ২য়, ৩য় ও ৪র্থ এই চারটি মৌজা নিয়ে গ্রামটি গঠিত। প্রায় পাঁচ হাজার জনসংখ্যার এই গ্রামটি অনেক বড়। গ্রামের মধ্যদিয়ে একটি বড় খাল বয়ে গেছে, মাছের জন্য প্রসিদ্ধ এই খালটির নাম “মাছুখালী”। কানাইঘাট উপজেলা শহর থেকে জেলা শহর সিলেটের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে যে বুরহান উদ্দীন সড়কটি, সেটি এই নায়াগাঁও গ্রামের বুক চিরে চলে যাওয়াতে গ্রামটি আরোও আধুনিক ও জনপ্রিয় হয়ে উটেছে। গ্রামটিতে ছোট বড় সাতটি জামে মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদেই শিশুদের ইসলামীক শিক্ষা দেয়া হয়। তাছাড়া একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা ও একটি কে,জি,স্কুল রয়েছে। এই শিক্ষা প্রতিষ্টান থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের দেওবন্দ মাদ্রাসার উচ্চতর ডিগ্রী লাভ করেছেন গ্রামের অনেক মেধাবী ছাত্র। চেয়ারম্যান ফয়জুর রহমানসহ গ্রামটিতে অনেক মুক্তিযুদ্ধা রয়েছেন। এই উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস মৌলানা শফিকুল হক বুলবুল (দেওবন্দ মাদ্রাসার দেওয়া উপাদি) তাঁর জন্ম এই গ্রামেই। গ্রামটিতে বিদ্যুৎ, পানি, যোগাযোগ, নাগরিক সুবিদা সবই আছে। গ্রামের টিক মধ্যখানে একটি বাজার আছে। মাছুখালের উপর ব্রীজটি সেতু বন্ধনের পাশাপাশি গ্রামটির সৌন্দর্যের বিকাশ ঘটিয়েছে। খালের উপর আরোও দুটি ব্রীজ আছে। ছোটবড় সবাই মিলে ঈদের নামাজ পড়ার জন্য একটি ঈদগাহ মাঠ ও আছে। গ্রামবাসীকে সেবা প্রদানের জন্য যুবকরা মিলে একটি সমাজকল্যাণ সমিতি গঠন করেছেন (সরকার অনুমোদিত)। বিনোদন বা খেলাধুলার জন্য আছে কয়েকটি ক্লাব। গ্রামের ছোট বড় সবার মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অন্যের আপদে বিপদে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে আসে। এক কথায় একটি আদর্শ গ্রাম নয়াগাঁও।