বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:
গাছবাড়ী মর্ডান একাডেমীর সহকারী শিক্ষক আব্দুল মজিদ স্যার আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে রেখে না ফেরার দেশে চলে গেলেন প্রবীন শিক্ষক আব্দুল মজিদ। বৃহস্পতিবার বিকেল অনুমানিক ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় ঝিংগাবাড়ী (কেনা) মসজিদে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হবে। নানান বয়সের শিক্ষার্থী-অভিভাবকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আমরা কোনভাবেই ভাবতে পারছিনা স্যার আর আমাদের মাঝে আর নেই, আমরা স্যারের আত্মার শান্তি কামনা করছি।
সাবেক শিক্ষার্থী তোফায়েল আহমদ জানান, ‘শিক্ষকতার মহান ব্রত পালন করেছিলেন মজিদ স্যার, উনার মৃত্যুতে আমরা একজন শিক্ষা এবং নৈতিকতার অভিভাবক হারালাম, এ অভাব সহজে পূরণ হবার নয়’।
সাবেক আরেক শিক্ষার্থী জিয়াউর রহমান জানান, ‘আমার শিক্ষা জীবনের দেখা সবচেয়ে শান্তিপ্রিয় একজন শিক্ষক ছিলেন মজিদ স্যার, স্যারের কথা কখনো ভুলতে পারবোনা’। এছাড়া সাবেক সকল শিক্ষার্থী, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী এবং স্কুল এন্ড কলেজের শিক্ষকরা স্যারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।