বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, দিরাই:
দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যুহর উপজেলার কলেজ রোডস্থ শিরিয়া ম্যানশনের দ্বিতীয় তলায় সহসভাপতি তাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমুল কোরআন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া। পরিষদের সাধারণ সম্পাদক ডা. মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুকিত, হাফিয সাজ্জাদুর রহমান, মাওলানা আবিদুর রহমান, মাওলানা সুজায়াত আহমদ, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাস্টার শামিম আহমদ সরদার, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা উমেদ আলী, মাওলানা বশির আহমদ, মাওলানা উবায়দুল হক চৌধুরী ও মাওলানা মুহাম্মদ মিয়া। পরে সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হাফিয আকমল হোসেন, সহসভাপতি তাহের আহমদ, হাফিয সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাওলানা আব্দুল মুক্তাদির সরদার, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, হাফিয মাওলানা আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সরদার, অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সুজায়াত আহমদ, সহপ্রচার সম্পাদক মাওলানা আজমল হোসেন, দফতর সম্পাদক মাওলানা মুহাম্মদ মিয়া, সহ দফতর সম্পাদক রুকনুজ্জামান, শিক্ষা-সাহিত্য ও পাঠাগার সম্পাদক হাফিয মাওলানা শাব্বির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক, সমাজসেবা সম্পাদক বদরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, মোঃ হারুন সরদার, মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা উমেদ আলী ও মাওলানা আবুল কালাম আজাদ।