সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ক্লাসে ফেরার ঘোষণা দিল ৪২১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী

ক্লাসে ফেরার ঘোষণা দিল ৪২১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী

আমার সুরমা ডটকম:

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে তারা।
আজ সোমবার ডিএসসিসির নগরভবনে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ডিএসসিসি এই মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস বলে, ‘আমাদের নয় দফা আন্দোলনের প্রধান স্লোগান ছিল “নিরাপদ সড়ক চাই”। আমরা প্রতীকী কর্মসূচি করে সে দাবি সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এখন আমরা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরতে চাই। তবে সরকারকে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যাতে নতুন কোনো দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ প্রাণ না হারায়।’ এই শিক্ষার্থী আরও বলে, ‘আন্দোলন করতে গিয়ে দেখেছি, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে না। পুলিশের ট্রাফিক বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
কামরুন নাহার নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানেরা ৯ দফা দাবিতে আন্দোলন করেছে। সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে, আন্দোলনে সফল হয়েছে। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন তাদের ক্লাসে ফেরার জন্য বোঝাতে সক্ষম হয়েছি।’

আনোয়ার হোসেন নামের আরেক অভিভাবক বলেন, ‘সরকারকে শিক্ষার্থীদের এই ৯ দফা দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সরকারের প্রতি বিশ্বাস ভেঙে যাবে।’
এ সময় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো ধারাবাহিকভাবে দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। কারণ, এ দাবি শুধু শিক্ষার্থীদের নয়, দেশের জনগণের।’
পরে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তব্য দেন।

সূত্রপ্রথম আলো

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com