বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ দক্ষিণ সুনামগঞ্জে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম তেঘরিয়া মাঠে ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন ফুটবল টিমকে ১-০ গোলে পরজিত করে পূর্ব পাগলা ইউনিয়ন ফুটবল টিম উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। দুই টিমের খেলা পরবর্তী বিকাল ৫ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সমশাদ বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সভাপতি রনধীর মজুমদার, উপজেলা ক্রীড়া সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার, দৈনিক সিলেটের ডাক ও আমাদের সময় প্রতিনিধি মোঃ নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ সোহেল, মিজানুর রহমান, কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান সুমন আহমদ, ইউপি সদস্য আজির উদ্দিন, সাইদুল ইসলাম, ওবায়দুল হক মিলন প্রমুখ।