বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২৫ জন

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২৫ জন

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজারস্থ প্রস্তাবিত টেক্সটাইল ইন্সটিস্টিউটের সম্মুখে নিয়ন্ত্রন হারিয়ে বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টেক্সটাইল ইন্সটিস্টিউটের সম্মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরগামী একটি যাত্রীবাহী বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজারস্থ প্রস্তাবিত টেক্সটাইল ইন্সটিস্টিউটের সম্মুখে গাড়ী চালক মোবাইল ফোনে কথা বলতে থাকলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উত্তর পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২৫ জন যাত্রী আহত হন। আহতরা হলেন দিরাই রফিনগর গ্রামের মফিজ মিয়ার ছেলে আতাবুর রহমান (২৫), দিরাই হরিনাপাটি গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইউনুছ আলী (৬৫), দক্ষিণ সুনামগঞ্জের জাহানপুর গ্রামের আবুল মিয়ার ছেলে সালেখ মিয়া (৬৫), একই গ্রামের আলকাছ আলী ছেলে ইকবাইল হোসেন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মৌলাবক্সের ছেলে ইকবাল হোসেন (৪০), একই গ্রামের মৌলাক্স-এর মেয়ে সৈয়দুন নেছা (৪০), জামালগঞ্জ উপজেলার সামনগর গ্রামের তাহিদ উল্লাহের ছেলে আব্দুল রহমান (৫০)-সহ ২৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিক দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com