শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে প্রাথমিক সমাপনী, ইবতেদায়ী, জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক নুরুল হক প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৩শত ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩ হাজার ৬শত ১৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। পাশের হার ৮৩.১০%।
এদিকে উপজেলার ৬টি ইবতেদায়ী মাদ্রাসার ১শত ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১শত ৬৪ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৯৯.৩%।
অন্যদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭টি বিদ্যালয়ের মধ্যে ২ হাজার ৩শত ৭ জন জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫শত ৪৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৬৮.৪২%।
অপরদিকে উপজেলার ৬টি দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষায় ৩শত ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩শত ১৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৮৭.৪০%।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান জানান, ইবতেদায়ীতে ফলাফল অনেক ভাল হয়েছে, কিন্তু প্রাথমিক সমাপনীতে এই ফলাফল সন্তোষজনক নয়। আগামীতে প্রাথমিক সমাপনীতে শতভাগ ফলাফল অর্জনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করবো।