মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ় রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের স্বাক্ষরিত সমিতের প্যাডে ২০১৯-২০২১ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করে প্রকাশ করেন।
সমিতির অন্যান্যরা হলেন সহসভাপতি আমিনুল ইসলাম, সৈয়দ রমিজ উদ্দিন, মো. আব্দুল হাই, কৃষ্ণমোহন দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল গফফার নোমান, মহিলা সম্পাদিকা শংকরী রাণী চক্রবর্তী, সহ-মহিলা সম্পাদিকা রাহেলা বেগম, ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার, সহ-ক্রীড়া সম্পাদক কনর মিয়া, নির্বাহী সদস্য অমির চন্দ্র কর, আবুল কাশেম, অধীন চন্দ্র দাশ, সাইফুল ইসলাম তালুকদার, আলী আহমদ খাঁন, আবু ইসহাক, সামছুল কবির, আবুল খয়ের, কলি পদ দাস, জসিম উদ্দিন, মো. নয়ন মনি, বিনয় ভূষণ দাস, মৃদুল চন্দ্র তালুকদার।
সমিতির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হলেন আব্দুল মোনায়েম, মো. ইউছুফ আলী, গিবাস চন্দ্র বিশ্বাস, বিশেন্দু কুমার দেব, মো. আজিজ মিয়া, নোমান আহমদ, মৃত্যুঞ্জয় সরকার, মো. শফিকুল ইসলাম।
গত ১২/০৯/২০১৮ইং তারিখে সমিতির ত্রি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ভোটের মাধ্যমে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।