সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই পৌরসভার আরামবাগে এম. কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘স্বপ্নময় বিদ্যানিকেতন’-এর শিক্ষার্থীদের মধ্যে সরকারের দেয়া প্রথম শ্রেণির বই বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাহার মিয়া মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা তাপস দাস।
ফাউন্ডেশনের অন্যতম হিতাকাক্সিক্ষ মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরেশ চন্দ্র দাস, কলমশক্তি ডটকম সম্পাদক মোঃ মোশাহিদ আহমদ, মাওলানা খালেদ আহমদ জায়িম, মোঃ আনহার মিয়া, রবিনুর চৌধুরী, আমজাদ সরদার, ইজাজুর রহমান, রশিদ চৌধুরী, সাদ্দাম হোসেন ও তুহিন আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের ভর্তিকৃত ২৩ জন শিক্ষার্থীর মধ্যে সরকারের দেয়া প্রথম শ্রেণির বই বিতরণ করেন।