শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
বাংলাদেশ আওয়ামী তরুণলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় জেলা তরুণলীগের আয়োজনে শহরের পৌর বিপণীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা তরুণলীগের সিনিয়র সহ-সভাপতি কুলেন্দু শেখর দাস, সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, জেলা যুব মহিলালীগের আহবায়ক সানজিদা নাসরিক দিনা ডায়না, জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক একে মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কে এম শহীদুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক শিবলু আহমেদ চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দরা জেলার এই অসহায় ও হতদরিদ্র মানুষের শীত নিবারণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।