শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া রহ.-এর সংক্ষিপ্ত জীবনী

মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া রহ.-এর সংক্ষিপ্ত জীবনী

amarsurma.com

জামিল আহমাদ:

মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ই মার্চ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতার নাম জনাব লাল মিয়া রহ.।

নিজ জন্মস্থান সাতগাঁও, বাগুয়া বিশ্বম্বপুর গ্রামে তিনি প্রাথমিক পড়াশোনা সমাপ্ত করে জামেয়া ইসলামিয়া আরাবিয়া রামনগরে মুতাওয়াসসিতা ২য় বর্ষ হতে সানাবিয়া ১ম বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহ জালাল রহ.-এ ভর্তি হয়ে ১৩৯৮ হিজরি মুতাবিক ১৯৭৮ ঈসায়িতে অত্যন্ত কৃতিত্বের সাথে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন।

প্রাতিষ্ঠানিক পড়ালেখা সমাপ্তির পর ১১ই শাওয়াল ১৩৯৮ হিজরিতে জামেয়া কাসিমুল উলুম দরগাহ -এর শিক্ষক নিযুক্ত হয়ে ক্রমান্বয়ে আজকের ইন্তেকাল অবধি এ জামেয়ার মুহতামিম, প্রধান মুফতি ও নায়েবে শায়খুল হাদিসের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন।

অধ্যাপনার পাশাপাশি মুফতি আবুল কালাম যাকারিয়া অনেক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। আরবি, উর্দু ও বাংলা ভাষায় তাঁর লিখিত অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তাঁর রচিত গ্রন্থসমূহ
১. বুখারি শরিফের বাংলা অনুবাদ, (২৮ নং পারা); ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। ২. হায়াতে ঈসা আ.। ৩. সত্যের আলোর মুখোশ উন্মোচন। ৪. আদাবুল মুতাআল্লিমীন। ৫. প্রচলিত সাধারণ মোজার উপর মাসেহ বৈধ নয় কেন? ৬. তাকরিরে কাসিমি শরহে তাফসিরে বায়জাবি। ৭. মা-লা-বুদ্দা মিনহু (উর্দু)। ৮. কায়েদায়ে এদারা। ৯. আদইয়ায়ে মাছুরা। ১০. আধুনিক গণিত। ১১. এদারা আদর্শ গণিত ১ম ভাগ। ১২. এদারা আদর্শ গণিত ২য় ভাগ। ১৩. এদারা বাংলা সাহিত্য ১ম ভাগ। ১৪. এদারা বাংলা সাহিত্য।

সম্পাদিত গ্রন্থসমূহ
১. এদারা মক্তব পাঠ (৪র্থ খণ্ড)। ২. মাসিক আদর্শ। ৩. মাসিক আল ক্বাসিম। ৪. মুখতাছার তা’লিমুল ইসলাম ১ম, ২য় ও ৩য় খণ্ড। ৫. আদ্দুরূসুল আরাবিয়া। ৬. উর্দু আদব। ৭. আল ইরশাদ।

এ ছাড়া অপ্রকাশিত আরও অনেক পাণ্ডুলিপি রয়েছে। যেমন : ১ বাহজাতুল আদব শরহে নাফহাতুল আরব। ২. তাওজিহুল বায়ান ফি মাসআলাতি কিয়ামি রামাজান। ৩. শরহে আকিদাতুত তাহাভি। ৪. বাইবেলের স্বরূপ ইত্যাদি।

আজ আজ (১১ মার্চ ২০১৯ সোমবার) বিকেল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা ক্ষণজন্মা এ মনীষীকে জান্নাতের আলা মাকাম দান করুন।

তথ্যসূত্র : জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রহ.-এর ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে (ফজিলত ২য় বর্ষের ১৪৩৫-৩৬ হিজরি) প্রকাশিত বিশেষ স্মারক ‘স্বপ্ন বোনার ৫৫ বছর’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com