সুনামগঞ্জের জামালগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (১৭) নামে এক নিহত কিশোর নিহত হয়েছে।
রবিবার দুপুরে হাওরের গরুর খাবারের জন্য ঘাস কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোলায় উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে দেলোয়ার ঘাস কাটতে হাওরের যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পরে হঠাত্ বজ্রপাত এসে তার গায়ে লাগে। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।