বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
১৭ এপ্রিল ২০১৯ উপলক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) জামালগঞ্জ থানা মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুর্শেদ তালুকদার, ডা. নিয়াজ ইমরান, প্রাণী সম্পাদ অফিসার ডা. মমিনুল রহমান, সমবায় অফিসার মো. আবু তাহের, মহিলা পরিষদরে সভাপতি শেখ আয়শা খানম, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, মুক্তিযোদ্ধা মো.আব্দুর রশিদ প্রমূখ।