বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে দিনব্যাপি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, সদরপুর পয়েন্টের রাস্তার দু’পাশে সিএন্ডবির জায়গায় অবৈধভাবে নির্মিত সমস্ত দোকানপাঠ উচ্ছেদ করে রাস্তার দু’পাশ ফাঁকা করে দেওয়া হয়েছে। উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনায় করেন সুনামগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ্র। এ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এ এস এম সাইদুল ইসলাম, উপ সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, কর্ম সহযোগি গিয়াস উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জিয়াউর রহমান, রফিকুল ইসলামসহ সুনামগঞ্জ দাঙ্গা পুলিশের একটি দল।