শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপি ফেনারবাঁক ইউনিয়নে বিভিন্ন গ্রামে বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
দিনব্যাপি শুকনা খাবার প্যাকেট (চাল, চিড়া, নুডুস্, চিনি, লবণ, ডাল, তৈল প্রভৃতি) ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার মো. আব্দুল মুকিত, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, স্বাস্থ্য সহকারি পরিদর্শক সুরঞ্জিত কুমার সরকার, স্বাস্থ্য সহকারি মঞ্জু চৌধুরী, ফেনারবাঁক ইউপি সদস্য দীপক তালুকদার, অজিত সরকার, রফিকুল ইসলাম রানা সহ সাংবাদিক বৃন্দ।
ইউপি সচিব অজিত কুমার রায় বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফেনারবাঁক ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। ৪২টি গ্রামের মাঝে অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে গেছে, এখানে প্রায় ১ হাজার ৪ শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মাঝে মাত্র ৪ শত ৫৮টি পরিবার সহযোগীতা পেয়েছে। বাকী পরিবার গুলোর সহযোগীতার জন্য ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করছি।