শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজলায় পাইকুরাটি ইউনিয়নের ৩টি গ্রামের ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল রবিরার সকাল থেকে বিকেল পর্যন্ত ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সুত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর, রাইপুর হিজলা গ্রামসহ আশপাশের গ্রামগুলোও প্লাবিত হয়েছে। এই ৩টি গ্রামের ২শত পরিবারের মাঝে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ,পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর প্রমুখ।