রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
আসন্ন সাচনা বাজার ইউনিয়নের উপ-নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌকার পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নৌকার পক্ষে মিছিল নিয়ে সাচনা বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।
জানা যায়, সাচনা বাজার ইউনিয়নে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সায়েম পাঠান এর নৌকা প্রতিক নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। দৈনিক সুনামগঞ্জ সময়-এর সম্পাদক ও দিপ্তটিভির জেলা প্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতা মো. সেলিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, সাবেক জেলঅ ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষীণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর প্রতিক নৌকা তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।