বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেটের সুনামগঞ্জকে করোনা রোগের ডেঞ্জার জোন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত ৮এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মোট ৬দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯৭ জনের করোনা ভাইরাস সংক্রম পরীক্ষা করে মাত্র ২ জনের পজেটিভ হয়েছে। বাকি ৩৯৫ জনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। তবে পজেটিভ হওয়া (আক্রান্ত) দুইজনেরই বাড়ি হলো সুনামগঞ্জে।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক আনিসুর রহমান এ তথ্য জনিয়েছেন। তাই সুনামগঞ্জকে করোনা রোগের ডেঞ্জার জোন বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। কারণ সুনামগঞ্জ জেলার অনেক মানুষ গার্মেন্টসে চাকুরি করেন। তাই ছুটিতে বাড়িতে আসার ফলে ঘরের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মত প্রকাশ করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল।
করোনা ভাইরাস সংক্রম পরীক্ষা শুরু ৮ এপ্রিল। প্রথম দিনে আসে ৯৪ জনের রিপোর্ট। যাদের প্রত্যেকের রিপোর্ট ছিলো নেগেটিভ। অর্থাৎ তাদের কেউই করোনায় আক্রান্ত নন। ৯ এপ্রিল আরো ২৪ জনের একইভাবে রিপোর্ট আসে নেগেটিভ। ১০ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে ৩৫ জনের। ১১ এপ্রিল একইভাবে নেগেটিভ আসে আরো ৪৭ জনের।
১২ এপ্রিল রিপোর্ট আসে ১০৬ জনের। এর মধ্যে ১০৫ জনের রিপোর্ট নেগেটিভ হলেও ১ জনের রিপোর্ট আসে পজেটিভ। পজেটিভ আসা ওই রোগী সুনামগঞ্জের। এবং তিনিই প্রথম সনাক্ত হওয়া সুনামগঞ্জের করোনা রোগী। ১৩ এপ্রিল রিপোর্ট আসে আরো ৯১ জনের। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১ জনের পজেটিভ। কাকতলীয়ভাবে পজেটিভ আসা ওই রোগীও মহিলা এবং একই জেলা সুনামগঞ্জের বাসিন্দা।
এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল বলেন, সুনামগঞ্জের দিরাই এলাকার লোকজন গার্মেন্টসে চাকুরি করেন বেশি। যে কারণে ওখানকার বেশি লোকজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।