মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১৯৯ জন। এ সময় ৭০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে শনাক্তের তথ্য জানানো হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছেন।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।