সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রকৌপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সার্বিক সহযোগিতায় কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে চাল, ডাল তেল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় শহরের কালিবাড়িস্থ জেলা পরিষদের রেস্টহাউসের সামনে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোসনা হুদা এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী, সমাজসেবক মোঃ বুরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমদ, মুক্তিযোদ্ধা মঞ্চ-এর সভাপতি বিশ্বজিৎ চৌধুরী রাজীব, জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান বিজয়, প্রভাশ পাল প্রমুখ।
সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোসনা হুদা বলেছেন, আমরা স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সংগঠন মহিলা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আজ সারা বিশ্বের ধনী দেশগুলো যেখানে করোনা ভাইরাসের কারণে হিমশিম খাচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, মেধা, বিচক্ষনতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের এই সংকটেও তিনি কর্মহীন মানুষদের নিয়মিত খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। এই সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মারা যায়নি। তাই এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সমাজের কর্মহীন অসহায় মানুষজনের খাদ্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষজনের পাশে দাড়াঁতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেন এগিয়ে আসার ও আহবান জানান তিনি।