বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
সিজদারত অবস্থায় মহান প্রভুর সান্নিধ্য চলে গেলেন আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব

সিজদারত অবস্থায় মহান প্রভুর সান্নিধ্য চলে গেলেন আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন দেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন, আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব রহ.। দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহতামিম, প্রসিদ্ধ ও জনপ্রিয় ওয়ায়েজ, বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব, আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব রহ. রাতে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। জানামতে তিনি এতদিন ইতিকাফে ছিলেন। কদিন পূর্বে থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থও ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মেডিকেলে প্রবেশ করতেই তড়িঘড়ি করে জায়নামাজে দাঁড়িয়ে যান। পরবর্তীতে সিজদারত অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করে মহান প্রভুর সান্নিধ্যে পাড়ি জমান।
তিনি একাধারে দেশের প্রখ্যাত ও শীর্ষ স্থানীয় একজন ইসলামী চিন্তাবিদ, ঈমানী রাহবার ও পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। আল্লামা মুহাম্মদ তৈয়ব সাহেব রহ. বহু গুণে গুণান্বিত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তাঁর অসাধারণ যুক্তিনির্ভর, গাম্ভীর্যপূর্ণ উচ্চারণে যে কেউ অনুপ্রাণিত হতো। তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আয় চোখ ভেজাতো যে কারো। তাঁর দরদী হেদায়াতি আলোচনায় পথ খুঁজে পেতো অসংখ্য পথহারা বনি আদম। তাঁর হাস্যোজ্জ্বল চাহনি যে কাউকে মুগ্ধ করতো। তিনি ছিলেন কওমী অঙ্গনের একজন অভিভাবক আলেমে দ্বীন। তিনি ছিলেন এদেশের এক পথ নির্দেশক আলেম। এ মুহূর্তে তাঁর ব্যক্তিত্ব ও অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো কিছুতেই পূরণ হবার নয়।
এমন সৌভাগ্যের মৃত্যু ক’জনের ভাগ্যেই বা জুটে? সারা মাস রোজা রেখে আবার ইতিকাফে থেকে ঈদের রাতে মহান প্রভুর সান্নিধ্যে চলে যাওয়া, সিজদারত অবস্থায় মৃত্যু নসীব হওয়া এতসব সত্যিই সৌভাগ্যের ব্যাপার। এমন সৌভাগ্যের মৃত্যু একমাত্র আল্লাহর প্রিয় বান্দারাই পেয়ে থাকেন। রমজানের রোজা পালনকারীরা ঈদের রাতে মহান আল্লাহ পক্ষ হতে পুরস্কার পেয়ে থাকেন। যে পুরস্কার তুলনাহীন। আল্লাহর এই প্রিয় বান্দাও সম্ভবত রমজানের পুরস্কার হিসেবে এমন রাতে মৃত্যু কামনা করেছিলেন। আল্লাহ বোধহয় তাঁর সেই দোয়াটিই কবুল করে এমন পবিত্র একটি রাতে সিজদারত অবস্থায় মৃত্যু নসীব করেছেন। আল্লাহু আকবার! আল্লাহ আমরাও এমন মৃত্যু চাই। মৃত্যু তো একদিন আসবে। আমাদের মৃত্যুটাও যেন জায়নামাজে সিজদারত অবস্থায় হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com