সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা প্রদান করা হয়।
এ সময় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ। তিনি আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দী। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম মাহমুদ তালুকদার। তিনি সমর্থকদের নিয়ে উপজেলা সার্ভার স্টেশন, বাংলাদেশ নির্বাচন কমিশন, জামালগঞ্জ উপজেলা নির্বিচন অফিসারে কার্যালয়, জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসাররে অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রেজাউল করিম এই মনোনয়নপত্র জমা রাখেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, যাচাই বাচাই ২৬ তারিখ শনিবার দুপুর ১২ ঘটিকা পর্যন্ত, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে। আগামী ২০শে অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে।