শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাইয়ে দিন দিন সবজি আবাদ বাড়ছে। ভালো ফলন ও দাম পাওয়ার কারণে অনেকেই ঝুঁকছেন এ পেশায়। ফলে হাওরে অনাবাদ জমিতেও এখন গুরুত্ব সহকারে সবজি চাষ করা হচ্ছে। দিরাই উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, হাওরে অনাবাদী জমি, বাড়ির আঙ্গিনা রবি মৌসুমে অনবাদী থাকে না। বাণিজ্যিকভাবে চাষের পাশাপাশি নিজে খাওয়ার জন্যও অনেকেই সবজি চাষ করেন। ফলে দিরাই উপজেলার চারটি গ্রামকে ‘সবজি গ্রাম’ ঘোষণা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর দিরাই উপজেলায় বিভিন্ন জাতের রবি শস্য আবাদ করা হয়েছে ৬৬৭ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে দিরাইয়ে টমেটো বারী-২ চাষ হয়েছে ২০ হেক্টর, বারী-৮ ২০ হেক্টর, উদয়ন ১৭ হেক্টর, বারী সীম-১ ১০ হেক্টর, বারী সীম-২ ১০ হেক্টর, বোয়ালগাদা ১৭ হেক্টর, পানিলাউ বারীলাউ-১ ১৫ হেক্টর, মার্টিনা ১৭ হেক্টর, মিষ্টি কুমড়া সুইট ডায়মন্ড ২০ হেক্টর, সোহাগী ১৭ হেক্টর, বারী-১ ১০ হেক্টর, মুলা এভারেস্ট ৩০ হেক্টর, তাসাকিষাণ ৩০ হেক্টর, ফুলকপি মেরাডোনা ১১ হেক্টর, হোয়াইট গোল্ড ১০ হেক্টর, বাধাকপি এটলাস-৭০ ১০ হেক্টর, কেকেক্রস ১০ হেক্টর, লালশাক লীলাবতী ও বারী-১ ১০ হেক্টর, ডাটা বাসপাতি ১০ হেক্টর, রেডপিলার ১১ হেক্টর, বেগুণ তৃপ্তি ১০ হেক্টর, ইসলামপুরী ১০ হেক্টর, ওলকপি আর্নিপার্পন ৫ হেক্টর, ক্ষিরা তুষার ১০ হেক্টর, পালংশাক বধুয়া ৫ হেক্টর, গম বারীগম-৩৩ ১ হেক্টর, ভুট্টা এনকে-৪০ ১৪ হেক্টর, সুপার সাইন-২৭৬০ ৮ হেক্টর, আলু হিরা ৪০ হেক্টর, ডায়মন্ড ৪০ হেক্টর, মিষ্টি আলু স্থানীয় ২৫ হেক্টর, সরিষা বারী সরিষা-১৪ ৮৫ হেক্টর, বারী সরিষা ১৭ ৪৫ হেক্টর, মাসকলাই বারীমাস-৪ ১০ হেক্টর, মুগ বারীমুগ-৪ ৫ হেক্টর, পেয়াজ তাহেরপুরী ১২ হেক্টর ও স্থানীয় জাত ৩ হেক্টর, রসুন স্থানীয় জাত ৭ হেক্টর, ধনিয়া স্থানীয় জাত ১০ হেক্টর, মরিচ বিন্দু ১০ হেক্টর, ঝিলিক ৫ হেক্টর ও বালিজুরী ৫ হেক্টর, সূর্যমুখী হাইসান ৪ হেক্টর, আরডিএস-২৭৫ ৬ হেক্টর, মসুর বারীমসুর-২ ২ হেক্টর।
এদিকে দিরাই উপজেলায় ৭৫টি প্রদর্শনী প্লট করা হয়েছে। এরমধ্যে সবজিতে ২৯টি, ভূট্টা ৩০টি, আলু ২টি, সরিষা ১০টি, মাসকলাই ৩টি ও পেয়াজ ১টি।