রবিবার, ০৬ Jul ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত
মানুষের নাম মনে রাখার চমৎকার কিছু কৌশল

মানুষের নাম মনে রাখার চমৎকার কিছু কৌশল

name-600x400আমার সুরমা ডটকম : আপনার কি মানুষের নাম মনে রাখতে সমস্যা হয়? বেশীর ভাগ মানুষেরই এই সমস্যাটি হয়ে থাকে। তবে আপনার যদি সমস্যাটি ঘন ঘন হয়ে থাকে তাহলে বিষয়টির প্রতি আপনার নজর দেয়া প্রয়োজন কারণ এটি আপনার বদ অভ্যাসে পরিণত হয়েছে। “How to Talk to Anyone About Anything” বইটির লেখক Jill Spiegel বলেন, “প্রত্যেকেই নাম মনে রাখার বিষয়ে কষ্ট করেন”। তিনি আরো বলেন, “আমরা যখন কারো সাথে প্রথম কথা বলি তখন এতোটাই আবেগপ্রবণ হয়ে কথা বলি যে তাদের নাম যখন তারা বলেন তখন তা আমাদের মস্তিষ্কে অস্থায়ী ভাবে ভাসতে থাকে”। অনেক দিন পরে যদি আপনার তেমন কোন মানুষের সাথে দেখা হয় যে, তিনি বা তারা আপনার নাম মনে রেখেছেন কিন্তু আপনি কিছুতেই তাদের নাম মনে করতে পারছেন না, তাহলে খুবই অস্বস্তিকর সমস্যার সৃষ্টি হয় তাই না? আসুন তাহলে জেনে নেই এমন কিছু পন্থা যার মাধ্যমে কারো নাম মনে রাখাটা অনেক সহজ হবে।

১। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি

সবচাইতে নিশ্চিত উপায় হচ্ছে, যখনই কারো সাথে পরিচিত হবেন তখন মনে মনে অথবা জোরে জোরে তার নামটি উচ্চারণ করুন। তার সাথে কথা বলার সময় তার নামটি বলুন। যেমন- “সুমি তোমার সাথে সাক্ষাতে ভালো লাগলো”, বা “তোমাকে দেখে ভালো লাগলো সুমি” ইত্যাদি। কিন্তু বাড়াবাড়ি করবেন না। এতে সেই ব্যক্তিটি আপনার থেকে সরে যাবেন না বরং খুশিই হবেন।

২। মিল খোঁজার চেষ্টা করুন

আপনি যার পরিচিত হচ্ছেন তার নাম জানার পাশাপাশি তার পেশা বা শখ ইত্যাদি বিষয় গুলো জেনে নিন। তারপর সেগুলো নামের সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করুন, যেমন- মতিন বঁড়শী দিয়ে মাছ ধরতে পছন্দ করে, রহিম রাজনীতি করে ইত্যাদি। নতুন কারো সাথে পরিচয়ের মুহূর্তেই তার সাথে মিলে যায় এমন কিছু অনুসন্ধান করতে হবে। Spiegel বলেন, “এটা খুবই সহজ একটি কৌশল কিন্তু খুবই কার্যকরী”।

৩। ব্যক্তির প্রাথমিক বৈশিষ্ট্যের দিকে খেয়াল করুন

এই কৌশলটি হচ্ছে কোন মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও শারীরিক বৈশিষ্ট্যের দিকে লক্ষ করা এবং সেই বৈশিষ্ট্য গুলোর সাথে নামের সংযোগ সাধন করা। যেমন- দবিরের দাঁড়ি আছে, লিটন লম্বা, কথা বলার সময় আনন্দিত থাকেন যিনি তার নাম জয়, যিনি হাসাতে পারেন তার নাম হাসান ইত্যাদি।

৪। আপনার পরিচিত কারো সাথে বা কোন সেলিব্রিটির সাথে মিল করুন

এই কৌশলটিও বেশ কার্যকর। আপনার পরিচিত কোন ব্যক্তির নামের সাথে বা কোন সেলিব্রিটির নামের সাথে মিল থাকলে এই নামটি মনে রাখা সহজ হবে।

টিপস :

· প্রথম পরিচয়ের সময়ই তার ভিজিটিং কার্ড নিতে পারেন

· তার নামটির বানান জিজ্ঞাসা করুন

· একটি কাগজে তার নামটি লিখে ফেলুন

· সেই মানুষটিকে নিয়ে একটি গল্প তৈরি  করুন

· কোন একটি গানের মধ্যে তার নামটি জুড়ে দিয়ে গান করুন

· তার নামটি দিয়ে কোন একটি ছড়া বানিয়ে ফেলুন

· আগে নিজের নামটি বলুন তখন সেই ব্যাক্তি ও তার নাম বলবেন

· এই সব চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে সরাসরি তার নামটি জিজ্ঞেস করুন

· নাম মনে রাখতে না পারার বড় কারণ হচ্ছে, মনোযোগ দিয়ে না শোনা। তাই কারো সাথে প্রথম পরিচিতির সময় তার প্রতি মনোযোগ দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com