শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

পটকা মাছ খেয়ে মানুষের মৃত্যু হয় কেন?

e9আমার সুরমা ডটকমপটকা মাছ খেয়ে মানুষের মৃত্যু হয় কেন? এ প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে। মাছতো মা্ছই তাহলে মৃত্যু কেন। এই সব প্ররশ্নর জবাবে মৎস্য গবেষকরা বলেছেন মাছ অর্থে ‘পটকা মাছ’ আসলে মাছ নয় একটি বিষাক্ত জলজ প্রাণী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, পটকা মাছে ‘নিউরোটক্সিন’ জাতীয় বিষ থাকে, যার কোন এন্টিডোর নেই। এই মাছ খাওয়ার ফলে মানবদেহে বিষ প্রবেশ করে। এই বিষ খুব সহজে মানবদেহের নার্ভাস সিস্টেম ও হৃদপিন্ড নিষ্ক্রিয় করে ফেলে, যে কারণে মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্থান, কাল, সময়, প্রজাতি ভেদেও এই মাছ বিষাক্ত নাও হতে পারে। পটকা মাছের সবচেয়ে বিপজ্জনক অংশ হলো এর লিভার। মাছটির লিভারে যে বিষ রয়েছে তা প্রাণঘাতী পটাসিয়াম সায়ানাইডের তুলনায় এক হাজার গুণ বিষাক্ত। আর এ কারণে মাছটির লিভারের সামান্য অংশও যদি মাছটিতে থেকে যায় তাহলে তা বিষাক্ত হয়ে পড়ে এবং মানুষ মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com