বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ইয়ুথ ও নারীনেত্রীদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর আয়োজনে ও গেইন প্রজেক্টের সহযোগিতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ বিষয়ক সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ পারভেজ, মামুন, কাউছার, শাহজাহান, আমিন, রফিক মিয়া, জামালউদ্দিন, নারীনেত্রী আম্বিয়া বেগম, জমিলা বেগম, সাজিনা বেগম, সাফিয়া বেগম, মাফিয়া বেগম, শাহিনা বেগম, সেলিনা বেগম, আছিয়া বেগম, সেনুআরা বেগম ও জামালগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়কারী শামীমা আক্তারসহ নারীনেত্রীগণ উপস্থিত ছিলেন। আব্দুল হালিম বলেন, আমাদের স্বেচ্ছাব্রতীগণ ৪টি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ডে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ বিষয়ক সচেতনতা মূলকসভা করা হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ ভিটামিন-এ ও আয়োডিনযুক্ত লবণ সর্ম্পকে সচেতন হবে বলে আশা করেন।