বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাজাপ্রাপ্ত আসামি আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদকে দিরাই থানা পুলিশ রোববার দুপুরে গ্রেফতার করেছে। তিনি উপজেলা সোয়াতিয়র গ্রামের মৃত রকিব উদ্দিন চৌধুরী ছেলে। থানা সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকা উপজেলার ধল গ্রামে গণসংযোগকালে রোববার দুপুরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দিরাই থানায় নিয়ে আসে। মামলা সূত্রে জানা যায়, সিলেট দায়রা জজ আদালত ৩১৬/১২ ও সি আর ৫৭২/১১নং সিলেটের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে ১ বছরের জেল ও ৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। ওসি আরো বলেন, সে সিলেট দায়রা জজ আদালত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার পকেটে অন্য আরও দুটি মামলার জামিনের কাগজ রয়েছে।