শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
দিরাই সংবাদদাতা : ‘প্রকৃতিতে মানুষ এবং গাছের অবস্থান অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটি আরেকটির সম্পূরক হিসেবে কাজ করছে, সে জন্যই বেশি করে গাছ লাগানো প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এখনই প্রত্যেক ব্যক্তি কমপক্ষে দুটি করে গাছ লাগানো দরকার। গাছের দ্বারা মানুষের অনেক উপকার আসে, বন্যার কবল থেকে রক্ষার জন্য আমাদের পরিবেশে গাছের অনেক ভূমিকা রয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ‘একতা যুব উন্নয়ন ক্লাব’ আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সতিন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন আপনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল আজিজ, ১নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাঃ মজিদা খাতুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরাতন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য ভূষণ দাস, সহকারি শিক্ষক রিখা সরকার, বাসনা তালুকদার, একতা যুব উন্নয়ন ক্লাবের উপদেষ্টা মোঃ লিল মিয়া, আব্দুল্লাহ মিয়া, দেবিণ্ড বিশ্বাস, মোঃ আব্দুল হক, মোঃ জব্বার হোসেন, শ্রী দিলীপ দাস, ক্লাবের সভাপতি শ্রী অখিল চন্দ্র দাস, সহ-সভাপতি শ্রী ভূষণ নন্দী, সহ-সাধারণ সম্পাদক শ্রী ক্ষিতিশ বিশ্বাস, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্রী জিতেশ লাল সরকার, প্রচার সম্পাদক শ্রী অঞ্জন দেবনাথ, ক্রীড়া সম্পাদক মোঃ তছর মিয়া, সদস্য নিরঞ্জন বিশ্বাস, মোঃ সাহিদ মিয়া, নিপেন্দ্র বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস, সুকেশ বিশ্বাস, মোঃ আবুল কালাম মিয়া, শ্রী নিখিল বিশ্বাস, শ্রী ধনেশ্বর নন্দী, শ্রী হরলাল দেবনাথ, শ্রী জহরলাল বিশ্বাস ও শ্রী লীল বিশ্বাস প্রমুখ। পরে অতিথিবৃন্দ পুরাতন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয়ের চতুর্দিকে তা রোপন করা হয়।