রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নমিনেশন দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ লোকমান আহমদ। আজ থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন। মনোযোগ দাখিল শেষে তিনি নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে পৌরসভার বিভিন্ন সড়কে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দলীয় কার্যালয়ে এসে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা মাওলানা শায়খ হোসাইন আহমদ, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান।
উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামূল হক শরিফপুরির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌরসভার সভাপতি মাওলানা আব্দুল কাহহার, উপজেলা সহসভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা এ বি এম নোমান, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শাব্বির আহমদ সরদার, সেক্রেটারি মাওলানা ফয়সল আহমদ, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি জিয়াউল করিমসহ জেলা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও সমমনা ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।