সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
নিহতরা হল, বানু হোসেন (৪০) ও ছেলে সুমন মিয়া(১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
প্রিয়াংকা পাল জানান, শুক্রবার সকালে পাগনার হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এসময় হাওরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতের শিকার হয়ে বাবা বানু ও ছেলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।